র‌্যাগিং অপরাধ : ফৌজদারী মামলা করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট জানিয়েছে, র‌্যাগিং একটি ফৌজদারী অপরাধ। কাজেই এ নিয়ে মামলা করতে কোনো বাধা নেই। এখন থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে যদি র‌্যাগ দেয়া হয় তবে তার বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা নেয়া যাবে।

রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টে নির্দেশনা দিয়ে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার খসড়া আদালতে পেশ করা হয়েছে। ওই খসড়াই শিক্ষার্থীদের অপরাধের মধ্যে ‘র‌্যাগিং’ কে অপরাধ হিসেবে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় খসড়া প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই খসড়ায় বলা হয়েছে, নবীন বরণ বা এই জাতীয় অনুষ্ঠানে র‌্যাগিং হয়। আর এর প্রেক্ষিতেই হাইকোর্ট র‌্যাগিং বন্ধে কঠিন নির্দেশনা দিয়েছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: