ঢাকা সিটির যেসব এলাকা ডেঙ্গু ঝুঁকিতে

গতবছর ঢাকা সিটির বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল ডেঙ্গুর প্রকোপে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হয়েছে দুই সিটি কর্পোরেশনকে। তাই এবার গ্রীষ্ম ও বর্ষা আসার আগেই সতর্কতা ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা চিহ্নিতকরণ জরিপ চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের ১০ শতাংশ ও দক্ষিণের ১২ শতাংশ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ১২, ১৬, ২৮, ৩১ নং ওয়ার্ড ও উত্তরা ৪ নম্বর সেক্টর। আর দক্ষিণ সিটিতে ৫, ৬, ১১, ১৬, ৩৬ ও ৪১ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: