করোনাভাইরাস রোধে সতর্ক সরকার : কাদের

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জনগনের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। সরকারের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামুলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের কারণে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনো করোনাভাইরাস এতোটা খারাপ পরিস্থিতি তৈরি করেনি। সরকার সার্বিক পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে। কাজেই জনগনকে বলতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না।

করোনাভাইরাস রোধে আঞ্চলিক তৎপরতার ব্যাপারে ওবায়দুল কাদের আরও বলেন, করোনাভাইরাস রোধে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার প্রস্তাব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা মোদির প্রস্তাবে সাড়া দিয়েছি। কিন্তু মোদির আহ্বানে পাকিস্তান সম্ভবত সাড়া দেয়নি। কাজেই এ উদ্যোগ সফল হবে কিনা সেটা দেখার বিষয়।

 

টাইমস/এসএন

 

Share this news on: