করোনাভাইরাস রোধে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স

করোনাভাইরাস মোকাবিলায় ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন সার্কভুক্ত দেশের সরকার প্রধানরা। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আঞ্চলিক ভাবে সম্মিলিত প্রচেষ্টা ও পদক্ষেপ নির্ধারণ করতে এই কনফারেন্সের আয়োজন করে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেন।

এর আগে ১৩ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদি এক টুইট বার্তায় করোনাভাইরাস রোধে কৌশল নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। টুইট বার্তায় তিনি সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের একটি সম্মিলিত বৈঠক আহ্বান করেন। মোদির আহ্বানে সার্কভুক্ত সব দেশ সাড়া দেয়।

 

টাইমস/এসএন

 

Share this news on: