বেগমগঞ্জে ইউএনও’র অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলা কার্যালয় ঘেরাও করে এ বিক্ষোভ করা হয়। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশ নেয়।

এসময় নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করেন। এক পর্যায়ে নেতা-কর্মীরা কক্ষের বাইরে এসে পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। দ্রুত ইউএনওকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পরিষদের সামনে প্রধান সড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বর্তমান ইউএনও দুর্নীতিবাজ ও প্রত্যেকটা কাজে তাকে পার্সেন্টেজ দিতে হয়। গোপনে তিনি বিভিন্ন কাজ করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছেন। তাকে অপসারণ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলতে থাকবে।

জানা গেছে, গত বছরের ১০ জুন বেগমগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন মাহাবুব আলম। এর আগে তিনি দাউদকান্দির ইউএনও ছিলেন। ৫ মার্চ তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি।

এ বিষয়ে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলম বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি নিজেই সেটি জানি না। তবে কিছু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তারা ক্ষেপেছে। আর আমার বদলি-পদায়ন সব ঊর্ধ্বতন মহলের হাতে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024