দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন হাসপাতালে

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও তিনজন বেড়েছে। শুক্রবার নতুন করে তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জন।

মহাখালীতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তবে একজনের বয়স ৭০ বছরের ওপরে এবং তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। ১৮ মার্চ প্রথম একজন রোগী মারা যান এ ভাইরাসে। তবে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

নতুন তিনজন, করোনায় আক্রান্ত মোট ১৭

 

টাইমস/এসএন

Share this news on: