পেট্রাপোল স্থলবন্দরে নিজ দেশের নাগরিকদের গ্রহণ করছে না ভারত

ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে নিজ দেশে প্রবেশ করতে চাওয়া নাগরিকদের ঢুকতে দিচ্ছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশের বেনাপোলে আটকা পড়েছে প্রায় ১৫০ ভারতীয় নাগরিক।

মঙ্গলবার সকালে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে ঢুকতে চাইলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদের প্রবেশে বাধা দেয়। ফলে তারা বেনাপোলে আটকা পড়েন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ১৫০ জন নাগরিক তাদের নিজ দেশে ঢুকতে বেনাপোলে আসেন। কিন্তু পশ্চিমবঙ্গে চলা লকডাউনের কারণ দেখিয়ে তাদের নিজ দেশে প্রবেশে বাধা দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশের ইমিগ্রেশন তাদের পাসপোর্টে এক্সিট (বের হওয়ার) সিল মেরেছে। ফলে বেনাপোল ইমিগ্রেশনে চরম দুর্ভোগে পড়েন তারা।

এসময় দুর্ভোগে পড়া ভারতীয় নাগরিকরা জানান, আমরা সবাই ভারতীয় নাগরিক। সেজন্য ভিসার মেয়াদ শেষ হবার আগেই দেশে ফেরত যেতে চাচ্ছিলাম কিন্ত কিছু না জানিয়েই কর্তৃপক্ষ আমাদের নিজ দেশে প্রবেশে বাধা দিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে চলা লকডাউনের কারণ দেখিয়ে ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহণ করেনি।

 

টাইমস/আরএ

Share this news on: