সিলেটে হোম কোয়ারেন্টাইনে ১১৮৪, ছাড়পত্র পেল ১৭৩৪

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১৮৪ জন। এছাড়া কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিভাগে হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে সিলেটে ৫৫৯, সুনামগঞ্জে ১১১, হবিগঞ্জে ৪০৩, মৌলভীবাজারে ১১১ জন রয়েছেন।

ডা. আনিসুর রহমান বলেন, ১০ থেকে ২৮ মার্চ পর্যন্ত এক হাজার ৭৩৪ জনের রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ হওয়াতে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে ২৩৯ জনকে। শুক্রবার ১৬৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়। আর গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে আনা হয়েছে। তাদের মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ৭ জন।

তিনি আরও জানান, এছাড়া সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল আইসোলেশন ইউনিটে ২ জন রয়েছেন। হবিগঞ্জ হাসপাতালে আরো একজন। তাদের মধ্যে শামসুদ্দিন হাসপাতালের এক প্রবাসী ও হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশনে থাকা রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ। তাই তাদের ছাড়পত্র দিয়ে ছেড়ে দেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: