যে পাঁচ পেশাজীবীকে কৃতজ্ঞতা জানালেন মাশরাফি

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে কার্যত গোটা দেশে অঘোষিত লকডাউন চলছে। দেশে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত ও করোনার উপসর্গ নিয়ে কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন। তারপরও দেশের জন্য, মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছেন কিছু পেশাজীবী।

কিন্তু আমরা হয়তো এই মানুষগুলোর অবদানের কথা মনেই রাখছি না। কখনো ভেবে দেখছি না, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমাদেরকে ঘরে রাখার জন্য যে মানুষগুলো এখন ঘরের বাইরে অবস্থান করছেন, তাদেরও তো জীবন আছে। তবে করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে যে মানুষগুলো ঝুঁকি নিয়ে কাজ করছেন দেশ ও দশের জন্য, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির দৃষ্টিতে এই নাজুক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন- চিকিৎসক, নার্স, আইনশৃংখলাবাহিনী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা। আর তাই এই পাঁচ শ্রেণির পেশাজীবীদের তিনি হ্যাড খোলা (টুপি) কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্প্রতি মাশরাফি তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের সুরক্ষিত রাখার জন্য ডাক্তার, নার্স, পুলিশ (আইনশৃংখলাবাহিনী), স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের অসংখ্য ধন্যবাদ। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জানা গেছে, করোনাভাইরাসের এমন কঠিন পরিস্থিতিতে দেশ সেরা এই ক্রিকেটার নিজেও থেমে নেই। করোনা সংকটে হতদরিদ্র ও নিম্ন আয়ের ১২০০ পরিবারের মাঝে তিনি নিজ উদ্যোগে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া করোনা মোকাবিলায় গঠিত তহবিলে ২ লাখ ২৫ হাজার টাকা দান করেছেন মি. নড়াইল এক্সপ্রেস। ডাক্তার ও নার্সদের নিজ অর্থে কেনা ৫০০ পিপিই দান করেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024