খুলনা মেডিকেলে বসছে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন

করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন এসে পৌঁছেছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে। সোমবার সকালে এসে পৌঁছেছে মেশিনটি।

কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিনটি স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। তবে করোনা পরীক্ষার কিট এখনও পৌঁছেনি।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকালে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি এরপর ইনস্টলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি, আগামী শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোনো টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

 

টাইমস/এইচইউ

Share this news on: