রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ বাজার

সারা দেশের মত রাজশাহীতেও করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রয়েছে বাড়ির বাহিরে বের না হবার নির্দেশ। এরই মধ্যে জনগণের ঘরে খাদ্য পৌঁছে দিতে মাঠে নেমেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নগরীর কাদিরগঞ্জ ও রাজারহাতা এলাকায় তারা পরীক্ষামূলকভাবে সবজি বিক্রি শুরু করে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষকে বাজারে গমন নিরুৎসাহিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। জেলা প্রশাসকের সহায়তায় কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। তাই ঘরবন্দি মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ।

বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক জানান, করোনার প্রভাবে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ আবার অনেকেই বাড়ির বাহিরে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে নগরবাসীর কাছে খাদ্য পৌঁছে দিতে পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৩০০ কেজি সবজি নামানো হয়েছিল। অল্প সময়েই সব বিক্রি হয়ে গেছে।

তিনি আরও জানান, প্রথমদিনেই ভাল সাড়া পাওয়া গেছে। তাই বুধবারেও বাজারে সবজি নামানো হবে। আর আগামীতে বড় পরিসরে বাড়ানোর ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on: