ঢাকায় সংবাদকর্মী করোনায় আক্রান্ত : ৪৭ জন কোয়ারেন্টিনে

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনার পর টেলিভিশন চ্যানেলটির ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত ওই সংবাদকর্মীকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শামসুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের এক সহকর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ওই সহকর্মী ২৫ ও ২৬ মার্চ শেষবার ইনডিপেনডেন্ট টেলিভিশন অফিসে কর্মরত ছিলেন।

২৬ মার্চ রাতে ওই সহকর্মীর শরীরে করোনার লক্ষণগুলো পাওয়া যায়। এরপর তিনি নিজেই আইসোলেশনে চলে যান। পরে ১ এপ্রিল তার নমুনা পরীক্ষা শেষে করোনা পজিটিভ হিসেবে তাকে শনাক্ত করা হয়। এখন তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শামসুর রহমান আরও বলেন, আমরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাকে সব ধরণের সহযোগিতা করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। ওই সহকর্মীর সংস্পর্শে আসা ৪৭ জনকে আমরা আইসোলেশনে পাঠিয়েছি।

 

টাইমস/এসএন

Share this news on: