সিলেটে বিকাল পাঁচটার মধ্যে সব দোকান বন্ধের নির্দেশ

করোনাভাইরাসের সংকটকালীন সময় সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান রোববার থেকে বিকাল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে।

শনিবার এ আদেশ জারী করেছেন সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। ৫টা পর শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on: