নোয়াখালীতে একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ  

পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাউনিয়া গ্রামের মিয়ার বাজার সংলগ্ন জাকের বলির বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- চরকাউনিয়া গ্রামের কালা মিয়ার ছেলে আবু জাকের, আবু জাকেরের ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান, আবুল কাসেমের মেয়ে নাজমা আক্তার। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকাউনিয়া গ্রামের মিয়ার বাজারসংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে শত্রুতা রয়েছে। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: