বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু  

করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

এর আগে বিকাল ৫টা ১০ মিনিটের দিকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে করোনাে ইউনিটে ভর্তি হন তিনি। মৃত ব্যক্তি বরিশাল নগরীর কাউনিয়া থানার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরি বিভা‌গে আসে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউনিটে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌ণে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরণ করা হ‌বে।

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: