করোনা : রাজধানীর মিরপুরে দুটি আবাসিক ভবন লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে আরও দুটি আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

ডিএমপির সূত্রটি জানায়, বৃহস্পতিবার রাতে মিরপুর ১২ নম্বর সি ব্লকের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ব্যক্তি উত্তরায় একটি বায়িং হাউজে কাজ করেন এবং স্বপরিবারে মিরপুরের ওই ভবনের ৫ম তলা ভাড়া নিয়ে বসবাস করেন। ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করার পর পাশের ভবনটিও লকডাউন করা হয়েছে।

এব্যাপারে পল্লবী থানা সূত্রে জানা যায়, করোনা রোগী শনাক্তের পর মিরপুর ১২ এলাকায় পাশাপাশি দুটি ভবন লকডাউন করা হয়েছে। এছাড়া এলাকায় মাইকিং করে সতর্কতা জোরদার করার কাজ চলছে।

প্রসঙ্গত, এর আগে ৪ এপ্রিল মিরপুর ১১ নম্বরে বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপর ওই বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করে প্রশাসন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ