খুলনায় সামাজিক দূরত্ব নিশ্চিতে হাদিস পার্কে বসবে বাজার

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে খুলনার হাদিস পার্কে বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানসমূহ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সেখানে বাজার বসবে।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকরকরণের লক্ষ্যে খুলনার হাদিস পার্কে বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানসমূহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বয়রা বাজারে এ জাতীয় দোকানসমূহ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ স্থানান্তর করা হবে। শুক্রবার থেকে সেখানে বাজার বসবে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জনসাধারণ তাদের প্রয়োজন অনুযায়ী নব-নির্ধারিত স্থানে থেকে বাজার করবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: