নির্বাচন পেছানোর ব্যাপারে যা বললেন সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ পেছানো হবে কিনা, তা সোমবার (১২ নভেম্বর) জানা যাবে।

রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ তথ্য জানান।

সব দলকে নির্বাচনে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে আসুক।’

সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা এখন বলতে পারব না। যেহেতু আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে নির্বাচন পেছালে আওয়ামী বা ১৪ দল আপত্তি করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়েই বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানা যায়। তবে ভোট এক মাস পেছানোর দাবি জানিয়েছে তারা। অন্যদিকে ২০ দলীয় জোটও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে।

তবে সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

Share this news on: