কুষ্টিয়া মেডিকেলের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়া হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

নিহত ওই শ্রমিকের নাম বজলুর রহমান (৫০)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকায়। এই ঘটনায় জেলা প্রশাসক আসলাম হোসেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জানান গেছে, হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ৫০ ফুট বাই ৩০ ফুট ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এই ছাদটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায়। ঢালাইয়ের নিচের অংশ বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দেয়া ছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফিরোজ কুতুবী বলেন, ধারণা করা হচ্ছে বাঁশের খুঁটি দুর্বল ছিল। এ কারণে ভবনটির ওই অংশ ধসে পড়েছে। ভবনের ধসে পড়া স্তূপের নিচ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: