বগুড়ায় ১৫ টন সরকারি চালসহ তিনজন আটক

বগুড়ার গাবতলী উপজেলায় কালোবাজারে বিক্রি সময় সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে চাল ব্যবসায়ী আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ, গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্যগুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার ওসি নূরুজ্জামান জানান, শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতে সাবেকপাড়া খাদ্যগুদামে অভিযান চালান তারা। সেখান থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহকে। চালসহ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আমজাদ সঠিক উত্তর দিতে পারেননি।

ওসি আরও বলেন, পরে সাবেকপাড়া খাদ্যগুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও গুদামের দারোয়ান ছাদেকুল ইসলামকে আটক করা হয়েছে। সরকারি চাকরিজীবী হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনার রশিদ জানান, ঘটনার পর খাদ্যগুদামটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: