বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুটা আক্ষেপের, মেলেনি আইসিইউ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন মেট্রোপলিটন হাসপাতালে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। কিন্ত সেটা না পেয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের এসোসিয়েট প্রফেসর ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান। তবে এব্যাপারে কর্তব্যরত চিকিৎসকরা কোন মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, ওই শিক্ষকের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে। তার এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এসময় আইসিইউর প্রয়োজন ছিল। কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২ টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

টাইমস/জেকে

Share this news on: