পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাসের হার ৮২.৮৭ শতাংশ। যা গত বছর ছিল ৮২.২০ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮ শিক্ষার্থী। জিপিএ ৫ এর হিসেবে গতবারের মত এবারও শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এছাড়া এবছর পাসের হারে গতবারের মত এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ করেন।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে এবছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানানো হবে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। তবে পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এবছর পাসের হার ৮২.৮৭ শতাংশ। তবে আলাদাভাবে শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৩.৭৫ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। গতবারের মতো এবারও জিপিএ ৫-এ শীর্ষ অবস্থানে আছে ঢাকা বোর্ড। এ বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। এছাড়া পাসের হারেও শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। ঢাকার পাসের হার ৮২.৩৪ শতাংশ। যা গত বছর ছিল ৭৯.৬২ শতাংশ।

তবে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল ৮২.৫১ শতাংশ এবং কারিগরির বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২.৭০ শতাংশ।

এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে গতবারের মত এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।

ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১.৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.১০ শতাংশ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও করোনার প্রাদুর্ভাবে এবছর দেরিতে এসএসসির ফল প্রকাশ করা হল।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা Apr 25, 2024
img
ইতিহাস গড়লেন অভিনেত্রী বাঁধন Apr 25, 2024
img
হিট অ্যালার্ট নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, মে’র প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস Apr 25, 2024