এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে এবছর পাসের হার শতকরা ৮৫ দশমিক ২২। গতবছর যা ছিলো ৮৭.১৬ শতাংশ। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২ শত ৪৫ জন।

রোববার বিষয়টি জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ৬টি জেলার ২৬৪টি কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫ শত ৬০ জন। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২ শত ৪৫ জন। গত বছরের তুলনায় ১ হাজার ৪ শত ৮১ জন শিক্ষার্থী এবছর জিপিএ-৫ বেশি পেয়েছে।

এবছর ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ পেয়েছে বেশি। মেয়েদের মধ্যে ৫ হাজার ৩ শত ৩০ জন এবং ছেলেদের মধ্যে ৪ হাজার ৯ শত ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ১ হাজার ৭৩২টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।

 

টাইমস/এইচইউ

Share this news on: