নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

করোনা প্রাদুর্ভাবের কালে জনগনের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঁচটি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনার কথা জানান তিনি।

নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছেন, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনা সংক্রমণ রোধে কার্যপদ্ধতি অনুসরণ করতে হবে। সেই সঙ্গে গণপরিবহনে চলাচলের সময় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

এছাড়া জনসম্মুখে সব সময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে দলীয় নেতাকর্মীরা যেন নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং তা অন্যকে মান্য করতে উৎসাহিত করেন।

সর্বশেষ নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে করোনা সংক্রমণ রোধের পাশাপাশি জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।

 

টাইমস/এসএন

 

Share this news on: