পরিবারের চার সদস্যসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি

পরিবারের চারজন সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উপাচার্য ছাড়া করোনায় আক্রান্ত পরিবারের অন্য সদস্যরা হলেন তার মেয়ে ও মেয়ের তিন সন্তান। এছাড়াও তার বাসার দুজন কেয়ার টেকারও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ রিপোর্টে আসে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপাচার্য ড. শিরীণ আখতার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: