করোনায় সিলেটে মৃত্যু ছাড়াল ১০০

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১০১ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সিলেটে দুজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রয়েছেন।

বিভাগের মধ্যে এখন পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ৮ জন ও হবিগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৭৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যাদের মধ্যে ১০১ জন মারা গেছেন।

সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০ জন। এছাড়া সুনামগঞ্জে এক হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন সিলেটে প্রথম করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর ১৫ এপ্রিল তিনি প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। দেশে চিকিৎসকদের মধ্যেও প্রথম করোনায় মারা যান ডা. মঈন উদ্দিন। সিলেটে করোনায় মৃতের তালিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এমএ হকের মতো হেভিওয়েট নেতাও রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন প্রবাসী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকুরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা করোনায় মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: