পিসিআর ল্যাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

রাঙামাটি মেডিকেল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল আজিজ ও আনোয়ার হোসেন। তারা উভয়েই রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিকেল কলেজের নিচতলায় পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিলো। তারা পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি। কিন্তু তার আগেই তারা দুজনই মারা যান।

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণকাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানান, ঘটনাস্থলে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিল না। কিন্তু কি কারণে বা কিভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা স্পষ্ট নয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

টাইমস/এসএন

Share this news on: