অবৈধ পথে সীমান্ত অতিক্রম: ঝিনাইদহে পাঁচদিনে নারী শিশুসহ ৩৫ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়া-আসার চেষ্টাকালে ৫ দিনে অন্তত ৩৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ১৬ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া নামক স্থান থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জন পুরুষ ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট জেলার মড়েলগঞ্জ, শরনখোলা, পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের সময় আটক করা হয় তাদের।

এর আগে ৯ জুলাই রাত সোয়া ৭টার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির সীমান্ত শূন্য লাইন থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মেহগনি বাগান থেকে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৫ জন এবং শিশু দুইজন রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল।
আটক করা হয় তাদের।

একই দিন শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার একাশিপাড়া ইটভাটার সামনে থেকে বেলা ১২ টার দিকে ৯ জনকে আটক করে। তাদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৬ জন এবং শিশু একজন রয়েছে। তারা খুলনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসে তারা।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি জানায়, মহেশপুর উপজেলার হঠাৎপাড়া গ্রামের জামতলা মোড় থেকে মাদক চোরাকারবারী পলিয়ানপুর গ্রামের মো. গফফার আলীকে (৩৮) ৪৫০ গ্রাম ভারতীয় গাজা এবং ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তাকে উদ্ধার করা মাদকসহ মহেশপুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024