তুলে নেয়ার ৫দিন পর ছাড়া পেলেন সেই ঢাবি ছাত্র ও তার ভাই

কক্সবাজারের মহেশখালী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হয়েছে জানিয়েছে পুলিশ। তুলে নেয়ার পাঁচদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, আটকের পর দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

দুই ভাইকে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছেন বলে জানিয়েছেন রেদওয়ান ফরহাদের ভাই মাইনুদ্দিন।

এর আগে শুক্রবার উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ইউনুশখালী গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রেদওয়ান ফরহাদকে এবং এর আগের দিন বৃহস্পতিবার তার বড় ভাইকে স্থানীয় বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন। এরপর থেকে দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানায় যোগাযোগ করলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জিডিও নেয়নি পুলিশ। পরে সোমবার তারা পুলিশ হেফাজতে আছেন বলে জানায় পুলিশের একটি সূত্র।

ডিবি পরিচয়ে তুলে নেয়া সেই ঢাবি ছাত্র পুলিশ হেফাজতে

 

টাইমস/এইচইউ

Share this news on: