আক্রান্ত দুই লাখ ৬০ হাজার ছাড়াল, আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা করে নতুন ২ হাজার ৯০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে  করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাড়াল ৩ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ২ হাজার ৭২১ জন পুরুষ ও ৭১৭ জন নারী।

সোমবার অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

 

টাইমস/এসএন

Share this news on: