গাজীপুরে বিলের পানিতে কোন্দা ডুবে শিশুসহ নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- বেতুয়া গ্রামের নাজমুল হকের মেয়ে মারিয়া (৫) এবং উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে অলিউল্লাহ (২৯)। তারা সম্পর্কে ফুফা-ভাতিজি। নিহত মারিয়া বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। ওয়ালিউল্লাহ বিদেশফেরত ছিলেন।

কালীগঞ্জ থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, রোববার সন্ধ্যার দিকে অলিউল্লাহ শ্বশুর বাড়ি থেকে মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরি কোন্দায় চড়ে নিজগ্রাম চৌরা উত্তরগাঁও যাচ্ছিলেন। কোন্দা দিয়ে বিল পার হওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোন্দা ডুবে তারা দুজনই নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃত দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় দত্ত।

মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ওই দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ােই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: