সিনহা হত্যা: পুলিশের মামলার তিন সাক্ষী গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই তিনজনকে এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী করা হয়েছিল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কক্সবাজারের মারিশবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। তারা তিনজনই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে মো. নুরুল আমিন টেকনাফের মারিশবুনিয়ায় কমিউনিটি পুলিশ সদস্য। গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা মেরিন ড্রাইভের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর পুলিশের উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের দায়ের করা মামলায় এই তিনজনকে সাক্ষী করা হয়েছিল।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, সিনহা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার আদালতে তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এ নিয়ে মেজর (অব) সিনহা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এই নিয়ে দশজন গ্রেপ্তার হলেন।

আরও পড়ুন

মেজর সিনহার “কক্সবাজার ডকুমেন্টারি” সব মহলে প্রশংসিত

মেজর সিনহাকে নিয়ে যা বললেন তার মা

 

টাইমস/এইচইউ

Share this news on: