শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি পরীক্ষা নয়

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষাও আটকে গেছে। কবে এ পরীক্ষা নেয়া হবে তার কোনো সঠিক উত্তর কারো জানা নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া সম্ভব হবে না বলেও জানা গেছে।

এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এদিন এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

এব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল গণমাধ্যমকে বলেন, এইচএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এইচএসসি পরীক্ষা, একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়েও আলোচনা হবে। বৈঠকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, তবে আমরা যত চেষ্টাই করি না কেন, শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি ঘোষণা করা হবে না। পরীক্ষা নেয়াও সম্ভব হবে না।

 

টাইমস/এসএন

Share this news on: