জাফর ইকবালকে রক্ষাকারী ইব্রাহিম পাচ্ছেন পুরস্কার

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সাহসিকতার পরিচয় দেয়ায় পুলিশ সদস্য (কনস্টেবল) ইব্রাহিম আলী পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা 'বিপিএম-সাহসিকতা' পদক।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তার বিপিএম পদক পাওয়ার বিষয়টি পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময় তার উপর হামলা করে ফয়জুর রহমান নামে এক যুবক। এ সময় তাকে নিরাপত্তা দেওয়া তিনজন পুলিশ সদস্যদের মধ্যে দুজনে ছিল মোবাইলে কথা বলায় ব্যস্ত আর অন্যজন পুলিশ কনস্টেবল ইব্রাহিম তার হাতে ছুরি আঘাত খেয়ে জাফর ইকবালকে রক্ষা করেন।

এই হামলার ঘটনায় সাহসিকতায় এবং কর্তব্যে তার সুনিপুণতার জন্য পাচ্ছেন পুলিশ সপ্তাহ উপলক্ষে ‘বিপিএম-সাহসিকতা’ পদক।

৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই পদক তুলে দেবেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: