শনিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

 
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি শনিবার থেকে। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাঁরা আশা প্রকাশ করছেন এবার পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না।
 
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারা দেশে এবার অংশ নিচ্ছে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী।
 
পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ১০২ এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন। বাকীদের অনেকেই গতবছর উত্তীর্ণ হতে পারেনি।  মোট অনিয়মিত পরীক্ষার্থী ৩ লাখ ৯১ হাজার ৫৪ জন; আর ফল উন্নয়ন প্রার্থী ৩ হাজার ৩৪২ জন।
 
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস নিয়ে রটনার ৮০ শতাংশের বেশি গুজব । তবে যে ২০ শতাংশ এখনো সত্যি আছে, আমরা সেই ২০ শতাংশের জায়গাও রাখতে চাই না। গত বছরের পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও অভিযোগ আসেনি। তাই গত বছর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো এবার আমরা আরও জোরদার করেছি।
 
আগের বছরের থেকে এবার পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ছাত্রী ৫৬ হাজার ২০৫ জন এবং ৪৭ হাজার ২২৯ জন ছাত্র। ৩ হাজার ৪৯৭ কেন্দ্রে হচ্ছে এ পরীক্ষা। ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে।
 
 
টাইমস/এসআর
 

Share this news on: