সুন্দরবনে বাঘের হানা : নিখোঁজ ৩, সতর্কতা জারি

সুন্দরবনে দুই জেলেকে বাঘে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। বনের সাতক্ষীরা রেঞ্জ কাছিকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এছাড়া দুই জেলেকে বাঘে ধরে নিয়ে যাওয়ার খবর দেয়া ব্যক্তিও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে এঘটনা ঘটে।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল পর্যন্ত ওই তিন জনের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কোনো ধরণের তথ্য দিতে পারেনি বন বিভাগ।

বাঘে ধরে নিয়ে যাওয়া দু’জন হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের রতন (৪২) ও একই গ্রামের মিজানুর রহমান (৪০)। দুই জেলেকে বাঘে ধরে নিয়ে যাওয়ার খবর দেয়া নিখোঁজ ব্যক্তির নাম আবু মুসা (৪১)। তিনি জয়াখালি গ্রামের সাত্তারের ছেলে।

এদিকে তিনজন নিখোঁজের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় সুন্দরবন অঞ্চলে বাঘ আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের সহযোগিতায় ভিলেজ টাইগার রেসপন্স টিম ও সিপিজির পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল।

 

টাইমস/এসএন

Share this news on: