সেই এমপি একরামের বহিষ্কার দাবিতে অনশনে কাদের মির্জা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার পরিবার’ বলে কটূক্তির প্রতিবাদে অনশনে বসেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। একই সঙ্গে অভিযুক্ত কটূক্তিকারি সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বহিষ্কার দাবি জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

আরও দেখুন- ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবার বললেন এমপি একরাম (ভিডিও)

শুক্রবার (২২ জানুয়ারি) বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে অনশন শুরু করেন আবদুল কাদের মির্জা। এছাড়া সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

পরে সন্ধ্যায় আবদুল কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলে মুজিব বাহিনীর অন্যতম যোদ্ধা ও বর্তমান সরকারের সফল মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তিকারি একরামুল করিমকে বহিষ্কার করতে হবে। অন্যথায় এ আন্দোলন চলবে।

আরও দেখুনওবায়দুল কাদেরকে রাজাকার পরিবার বললেন নিজ দলের এমপি (ভিডিও)

 

টাইমস/এসএন

Share this news on: