শাহবাগে বিক্ষোভ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ থেকে অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, আটক শিক্ষার্থীরা অনলাইন মাধ্যমে শাহবাগ মোড় অচল করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) জানানো হয়, আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ওইদিন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরু হবে।

এরই প্রেক্ষিতে সব পর্যায়ের পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

 

টাইমস/এসএন

Share this news on: