চট্টগ্রামে নারীকে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পারভিন আক্তার নামের এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রামের ৪র্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি হলেন- মো. ইয়াছিন, মনসুর, আবু তৈয়ব ও মো. ইছহাক। তাদের মধ্যে ইয়াছিনকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বাকি তিন আসামি পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম নোমান জানান, ২০১৬ সালের ৫ মার্চ চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ কো অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলা ভবনের ৩ তলায় ১১১ নম্বর ফ্ল্যাটে পারভিন আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় ৭ মার্চ পারভিন আক্তারের স্বামী নুরুল আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

মামলার আসামিরা ২০১৬ ও ২০১৭ সালের বিভিন্ন সময় গ্রেপ্তার হলেও পরে উচ্চ আদালত থেকে জামিন পায় এবং তিনজন পালিয়ে যায় বলে জানান অতিরিক্ত পিপি নোমান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের চারজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

 

টাইমস/এসজে

Share this news on: