পুরনো মামলায় নতুন খবর পেলেন না সেই সাবরিনা

করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার জামিন না মঞ্জুর করেছেন আদালত। দীর্ঘদিন চুপচাপ থাকার পর জামিন আবেদন করে ইতিবাচক ফল না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছেন সাবরিনা।

সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ডা. সাবরিনার জামিন আবেদন নাকচ করেন।

এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষের ভুয়া রিপোর্ট দেয় জেকেজি হেলথকেয়ার। যা নিয়ে দেশে তোলপাড় শুরু হয়।

পরে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত বছরের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। এছাড়া প্রতিষ্ঠান ও তার চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ডা. সাবরিনা এখনও কারাগারে আছেন।

 

টাইমস/এসএন

Share this news on: