একুশে পদক পেলেন ২১ বিশিষ্টজন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক ২০১৯ সালের একুশে পদক পাচ্ছেন।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন

ভাষা আন্দোলনে অবদানের জন্য পেয়েছেন- অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলায় অবদানের জন্য আটজনকে একুশে পদক দেয়া হয়েছে।

তারা হলেন- সংগীতে সুবীর নন্দী, প্রয়াত আজম খান ও খায়রুল আনাম শাকিল। অভিনয়ে পেয়েছেন প্রয়াত লাকী ইমাম, সুবর্ণা মোস্তাফা ও লিয়াকত আলী লাকী।

আলোকচিত্রে পেয়েছেন সাইদা খানম এবং চারুকলায় জামাল উদ্দিন আহমেদ।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্ষিতিশ চন্দ্র বৈশ্য, গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হককে একুশে পদক দেয়া হয়েছে।

শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ড. প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস একুশে পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তদের প্রত্যেককে এককালীন নগদ দুই লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

 

টাইমস/এক্স

Share this news on: