চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ল ১৪ বসতঘর

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ বসত ঘর পুড়ে গেছে।

বুধবার ভোর রাতে জেলার হাটহাজারি, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় এই পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন।

জসীম উদ্দিন জানান, ভোর পৌনে ৪ টার দিকে হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেহের আলীর বাড়িতে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর হাটহাজারি ও বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগে আটটি বসতঘর পুড়ে যায়। এতে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি জানান, অন্য অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায়। রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূচনা হলেও আগুনের তীব্রতা থাকায় ভোর ৫ টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। পাঁচটি বসত ঘর পুড়ে সেখানে অন্তত চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ছাড়াও রাঙ্গুনিয়া পৌরসভায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘরে আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: