হজযাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি সর্বনিম্ন ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা লাগবে বলে ঘোষনা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

শনিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন হাব মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তিনি জানান, এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেউ চাইলে ঘোষিত প্যাকেজের বাইরেও বেশি খরচ করে সুযোগ-সুবিধা পেতে পারেন।

হাব মহাসচিব জানান, এবার মিনার ময়দানের তাবুতে শতকরা ৩০ ভাগ দ্বিতল খাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি। বাংলাদেশের কিছু কিছু এজেন্সির হজযাত্রীকে ওই দোতলা খাটে থাকতে হতে পারে। ফলে প্রত্যেক হজযাত্রীকে ১৮৭ দশমিক ৫০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার ১৬ টাকা ২৫ পয়সা) অতিরিক্ত পরিশোধ করতে হবে।

টাইমস/ কেআরএস

Share this news on: