মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দণ্ডপ্রাপ্ত আসামি  নিহত

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দণ্ডপ্রাপ্ত এক আসামি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আসামির নাম মোহাম্মদ তাজেল (৩৬)।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার বাড়ৈখালি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত তাজেল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাজেলকে যশোরের মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে মুন্সীগঞ্জে আনার পর তার দেয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশের একটি দল।

তাকে নিয়ে মদনখালী যাওয়ার পথে পশ্চিম  বাড়ৈখালী এলাকায় রাত সোয়া ১টায় তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সুযোগে তাজেল পালিয়ে যায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে পুলিশ ঘটনাস্থল থেকে তাজেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তাজেলের বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ডাকাতির একটি মামলায় সাত বছরের কারাদণ্ড ছিল। এছাড়া তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় পুলিশের এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খান আহত হন। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইউনুচ আলী।

ঘটনাস্থল থেকে পুলিশ শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি একনলা বন্দুক, তিনটি পিস্তলের গুলি ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

Share this news on: