ওমান রুটে বড় বিমান, চট্টগ্রাম সমিতির ‘ধন্যবাদ’

ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ ২৭১ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম সমিতি ওমান’।

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালু হয়।

সোমবার চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি ও সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও প্রচার সম্পাদক বাবুল চৌধুরীর সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাশ ও অসুস্থ যাত্রী পরিবহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনের জন্য মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর জন্য ‘চট্টগ্রাম সমিতি ওমানের’ আহ্বানের প্রেক্ষিতে বিমান প্রতিমন্ত্রীর নির্দেশে নতুন করে এ রুটে দেওয়া হয়েছে ২৭১ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। এই বিমান শনিবার বাদে চট্টগ্রামে তিনদিন, সিলেট হয়ে একদিন এবং সরাসরি দুইদিন চলাচল করবে।

২৮ জানুয়ারি চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিনিধি দল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে বৈঠক করে। তারা জোরালো ভাবে ওমানপ্রবাসীদের দুর্ভোগ নিরসনে বড় উড়োজাহাজ চালুর জোরালো আবেদন জানায়। এ সময় তাদের আশ্বাস দেন এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

বাংলাদেশ বিমানের মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সারি কমাতে সবোর্চ্চ কর্তৃপক্ষের নির্দেশে প্রাথমিক পর্যায়ে প্রতি ফ্লাইটে প্রবাসীদের ৩টি লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে হজের জন্য এ রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ রাখা হয়। হজ শেষে তা চালুর কথা থাকলেও তা আর হয়নি। যার কারণে দীর্ঘ ৬ মাস দুর্ভোগে পড়ে প্রায় ৮ লাখ ওমান প্রবাসী বাংলাদেশি। হিমঘরে লাশ আর হাসপাতালে অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের তালিকা দীর্ঘ হতে থাকে। এই বড় বিমান চালু হওয়ার ফলে ওমান প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024