রংপুরে চেয়ারম্যান পদে ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

রংপুরের ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫ জন। সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন জানান, বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির দুই নেতা।

রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের ফজলে রাব্বি, বিএনপির সায়েদুল ইসলাম, জাকের পার্টির আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের রুহুল আমিন, বিএনপির মোকাররম হোসেন সুজন। তারাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের আনিসুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শাহিনুর রহমান মার্শাল। কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম মায়া, জাতীয় পার্টির মো. শাহিন অ্যাডভোকেট। পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নুর মোহাম্মদ মণ্ডল, জাতীয় পার্টির নুর আলম যাদু, পিপলস পার্টির মাহবুবার রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোকারম হোসেন জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। পীরগাছায় আওয়ামী লীগের আব্দুল্লা আলম মাহমুদ মিলন, জাতীয় পার্টির মাহবুবার রহমান।

 

টাইমস/এইচইউ

Share this news on: