চকবাজারে অগ্নিকাণ্ড : নোয়াখালীতে ১১ জনের দাফন সম্পন্ন

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১১জনের গ্রামের বাড়ি নোয়াখালীর বিভিন্ন উপজেলায়। শুক্রবার নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত ১১ জনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনায় আহাজারি করছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল পর্যন্ত নিহতদের দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, রাজধানী চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার মোট ১১ জন বাসিন্দা রয়েছেন। পরে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের লাশ শনাক্ত করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

নিহতের মধ্যে রয়েছেন- নোয়াখালী সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সাহেব আলীর দুই ছেলে মাসুদ রানা (৩৬) ও মাহাবুবুর রহমান রাজু (২৮), পশ্চিম নাটেশ্বর গ্রামের মিনহাজী বাড়ির মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন (৬৫), নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমদের ছেলে হেলাল উদ্দিন, মির্জানগর গ্রামের আবদুর রহিম বিএসসির ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (৩৮), মমিন উল্যার ছেলে সাহাদাত হোসেন হিরা (৩২), মৃত গাউছ আলমের ছেলে নাছির উদ্দিন (৩২) ও পার্শ্ববর্তী বারোগা ইউনিয়নের দৈলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার, মধ্য নাটেশ্বর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ছিদ্দিক উল্যাহ, বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের কামাল হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী গ্রামের জসিম উদ্দিন।

তাদের মধ্যে শুক্রবার সকাল ৮টায় হেলাল উদ্দিন, ৯টায় মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় কামাল হোসেন, জসিম উদ্দিন ও ৩টার দিকে মোহাম্মদ আলী হোসেনেরও দাফন সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আবদুর রজিম দুলা মিয়াসহ বাকিদের জানাজা সম্পন্ন হয়েছে।

তবে লাশ শনাক্ত করতে না পারায় আনোয়ার হোসেন মঞ্জুর লাশ তার গ্রামের বাড়ি মির্জানগরে এখনো এসে পৌঁছায়নি।

এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নোয়াখালীবাসীর মধ্যে নেমেছে শোকের ছায়া। তবে এখনো পর্যন্ত নিহতদের বাড়িতে জেলা ও উপজেলা প্রশাসনের কেউ যাননি বলে অভিযোগ ‍উঠেছে।

উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত অনেকের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024