শহিদুল আলমের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সুফিয়া খাতুন এ আবেদন জানান। এই আবেদনের ওপর দুপুরে চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট।

তখন শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম চলতি বছরের ছাত্র আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

Share this news on: