নির্বাচনী প্রক্রিয়ায় তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি। এমন কেউ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কী না জাতির কাছে এ প্রশ্ন রইল। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়া কতটা সংগতিপূর্ণ তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কাছে জানতে অনুরোধ জানাচ্ছি।

নিজ দলের মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চূড়ান্ত। বর্তমান সংসদ সদস্যরা খুব বেশি বাদ পড়বেন না। এ ছাড়া ১৪ দলের যারা সংসদ সদস্য আছেন তারাও মনোনয়ন পাবেন এবং জোটের অন্য শরিকেরা যারা সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রাখেন তারাও মনোনয়ন পাবেন।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া সাক্ষাৎকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মনোনয়ন বোর্ডে যুক্ত হন।

Share this news on: