ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের চানমারী মোড়ে এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবদুল্লাহ আল মামুন ওরফে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আটক মামুন ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনকোলা আলহাজ ক্যাম্প মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, রাতে চানমারী মোড় এলাকায় একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মামুনের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১১টি মামলা রয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on: